বিএনপির সদস্য নবায়ন ফি ২০ টাকা নির্ধারণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদ নবায়ন ফি ১০ টাকা বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ তথ্য জানান দলটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, দলের প্রাথমিক সদস্য হতে আগে ১০ টাকা ফি নির্ধারিত ছিলো। মূল্যস্ফীতি ও নানান আনুশাঙ্গীক কারণে এবার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন করেক কেউ বিএনপির সদস্য হতে পারবে না। শুধুমাত্র পুরাতন যারা দলের সদস্য রয়েছে তারাই তাদের সদস্যপদ নবায়ন করতে পারবেন। এছাড়া যারা দীর্ঘদিন দলের কাজে অনুপস্থিত তাদের সদস্যপদ বাতিল হবে।
এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব-উন-নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও আব্দুস সালাম আজাদ এবং বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।