জাপার দপ্তর সম্পাদক হলেন মাহমুদ আলম

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাপার দপ্তর সম্পাদক হলেন মাহমুদ আলম

জাপার দপ্তর সম্পাদক হলেন মাহমুদ আলম

জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমকে পদোন্নতি দিয়ে দপ্তর সম্পাদক করা হয়েছে। দপ্তর সম্পাদক সুলতান মাহমুদের স্থলাভিষিক্ত হয়েছেন বলে জাতীয় পার্টির খবর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে তাকে পদোন্নতি দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে সুলতান মাহমুদকে প্রমোশন দিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির প্রতিষ্ঠালগ্ন ১৯৮৬ সাল থেকেই দলের সঙ্গে যুক্ত রয়েছেন। জাতীয় ছাত্র সমাজের কবি নজরুল কলেজ শাখার সমন্বয়কারী হিসেবে নেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ছাত্র সমাজের যুগ্ম দফতর সম্পাদক, দফতর সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্র সমাজে থাকাকালীন দুই দফায় (খালেদা জিয়া সরকার ও শেখ হাসিনা) সর্বদলীয় ছাত্র ঐক্যের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব পালন করেন পুরান ঢাকার সন্তান মাহমুদ আলম।

ছাত্রত্ব শেষে জাতীয় যুব সংহতিতে নাম লেখান। প্রথমে জাতীয় যুব সংহতির দপ্তর সম্পাদক পরে যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাকের দায়িত্ব পালন করেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনয়ন দেন। বিগত ৫ বছর ধরে যুগ্ম দফতর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

বিজ্ঞাপন

এরশাদ মুক্তি আন্দোলনসহ সকল আন্দোলন সংগ্রামে শুরু থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ ছিল তার। জাতীয় পার্টির নানান গ্রুপে বিভক্ত হলেও তিনি সব সময় এরশাদের আদর্শে ছিলেন অবিচল।