ইথিওপিয়ায় বাস উল্টে ২৫ জন নিহত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-24 09:23:32

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় একটি বাস উল্টে ২৫ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দেশটির আমহারা অঞ্চলের দাওন্ট জেলায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় ১৪ জন গুরুতর আহত হয়েছে এবং তাদের ডেলান্টা ও দেসির হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশ ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। দেশটির অনেক সড়কই খারাপ অবস্থায় রয়েছে।

এএফপির তথ্য অনুসারে, গত ডিসেম্বরে একটি বিয়ের অতিথিদের বহনকারী ট্রাক নদীতে পড়ে গেলে ৭০ জনেরও বেশি মানুষ মারা যায়। এর আগে গত সেপ্টেম্বরে দক্ষিণ ইথিওপিয়ায় একটি বাস নদীতে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছিল।

Related News