১৪ মাস পর মুক্তি পেল গ্যালাক্সি লিডার জাহাজের ২৫ ক্রু
গাজায় যুদ্ধ বন্ধ হওয়ায় প্রায় ১৪ মাস পর গ্যালাক্সি লিডার জাহাজের ক্রু সদস্যদের মুক্তি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি।
বুধবার (২২ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
জাহাজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লোহিত সাগর উপকূল থেকে ছিনতাই হওয়ার সময় বাহামার পতাকাবাহী জাহাজটিতে ২৫ জন ক্রু ছিলো। গ্যালাক্সি লিডারের ২৫জন ক্রু মধ্যে ১৭জন ফিলিপিয়ান, ৩ জন ইউক্রেনীয়, ২জন বুলগেরিয়ান, ২জন মেক্সিকান এবং ১জন রোমানিয়ান। তাদের ওমানের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় হুথি মালিকানাধীন আল মাসিরাহ টিভি।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বুধবার এক বিবৃতিতে বলেন, মুক্তিপ্রাপ্ত ফিলিপিনি নাবিকরা ওমানের মাস্কটে ফিলিপাইন দূতাবাসের তত্ত্বাবধানে ছিল এবং " আশা করি খুব শীঘ্রই ফিলিপাইনে তাদের প্রিয়জনদের সাঙ্গে আবার মিলিত হবে।"
গাজায় ইসরায়েলি হামলার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালায় হুতিরা। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের নভেম্বরে গ্যালাক্সি লিডার জাহাজটি আটক করে গোষ্ঠীটি।
গ্যালাক্সি লিডার আটকের পর হুতি থেকে জানানো হয়েছিল, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে জাহাজটি আটক করা হয়েছে। জাহাজটির মালিক একজন ইসরায়েলি ব্যবসায়ী, তবে পরিচালনা করে জাপানের একটি প্রতিষ্ঠান।
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল আর্সেনিও ডমিনগুয়েজ ক্রুদের মুক্তিতে গভীর স্বস্তি প্রকাশ করেন।
তিনি বলেন, ক্রুদের মুক্তি সম্মিলিত কূটনৈতিক আলোচনার প্রভাব। যেকোন পরিস্থিতিতে সমুদ্রযাত্রা নিরাপদ রাখতে হবে। ভূ- রাজনৈতিক উত্তেজনায় যাতে নিরপরাধ সমুদ্রযাত্রীরা ভুক্তভোগী না হয়।
জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ ইয়েমেনকে স্বাগত জানিয়ে বলেন, হুথিদের কাছে জাহাজের ক্রুদের প্রায় ১৪ মাসের বন্দি জীবনের অবসান অবসান ঘটল।