রাশিয়ার তেল শোধনাগার ও মস্কোতে শতাধিক ড্রোন হামলা, দাবি ইউক্রেনের

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-24 20:35:37

রাশিয়ার একটি তেল শোধনাগার ও রাজধানী মস্কোকে লক্ষ্য করে ১২১টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের কর্মকর্তারা। যুদ্ধ শুরুর পরে এই হামলাটি বড় অপারেশনগুলোর মধ্যে একটি বলেও উল্লেখ করেছেন তারা। 

শুক্রবার (২৪ জানুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এই হামলার একটি ভিডিও ফুটেজ যাচাই করেছে বিবিসি। ফুটেজটি বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, মস্কোর দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলের রিফাইনারি এবং পাম্পিং স্টেশনের ওপর থেকে আগুনের গোলা উঠছে। এই তেল শোধনাগারেই হামলা করেছে বলে জানায় ইউক্রেনীয় কর্মকর্তারা।

তবে রাশিয়া বলছে, রিয়াজান ও মস্কোসহ ১৩টি অঞ্চলে আঘাত হানা সবগুলো ড্রোন ভূপাতিত করেছে তারা। এতে কোনো ক্ষতি হয়নি।

এদিকে কিয়েভের একটি আবাসিক ভবনে রাশিয়ান একটি ড্রোন হামলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের সেন্টার ফর কাউন্টার ডিসইনফর্মেশনের প্রধান আন্দ্রি কোভালেনকো টেলিগ্রামে বলেছেন, রিয়াজানের একটি তেল শোধনাগার এবং ব্রায়াঙ্কের ক্রেমনি প্ল্যান্টে আঘাত হেনেছে। কিয়েভ জানিয়েছে যে এই স্থাপনাটি ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্রের জন্য উপাদান তৈরি করে।

সোশ্যাল মিডিয়া সাইট টেলিগ্রামে ব্লগাররা রিয়াজানে আগুন লাগার ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। বিবিসির যাচাই করা ফুটেজে দেখা গেছে, প্রায় ৬ কিলোমিটার জুড়ে আগুনের ধোয়া উড়ছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে লোকজন গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা আরআইএ ব্রায়াঙ্কের ক্রেমনি প্ল্যান্টের একটি বিবৃতি উদ্ধৃত করেছে, যেখানে বলা হয়েছে যে ছয়টি ড্রোন হামলার পর কাজ বন্ধ রাখা হয়েছে।

ক্রেমলিন হামলার কথা স্বীকার করেছে কিন্তু ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও উল্লেখ করেনি।

এই হামলাগুলোর মধ্যে- মস্কো অঞ্চলে ছয়টি, রিয়াজান অঞ্চলে ২০টি এবং ব্রায়ানস্কের সীমান্ত অঞ্চলে কয়েকটি সহ মোট ১২১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়ান কর্মকর্তারা।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, শহরের আকাশ প্রতিরক্ষা বাহিনী চারটি স্থানে ইউক্রেনীয় ড্রোনের হামলা প্রতিরোধ করেছে।

তিনি বলেন, কলোমনা ও রামেনস্কয়ে অবস্থিত রাজধানীর দক্ষিণ-পূর্বে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও কতগুলো ড্রোন ভূপাতিত করেছে।

কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

Related News