কাজের সময় নামাজ পড়ায় কুয়েতে কর্মকর্তাকে মারধর

ইসলামি খবর, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-21 18:32:51

পশ্চিম এশিয়ার দেশ কুয়েতের একটি সমবায় সমিতিতে কর্মরত একজন ক্যাশিয়ার মাগরিবের নামাজ আদায়ের সময় মারধর ও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ঘটনাটি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানিয়েছে গালফ নিউজ।

৩৩ বছর বয়সী প্রবাসী ওই ক্যাশিয়ার পুলিশ স্টেশনে অভিযোগ করেছেন, দুই দিন আগে সন্ধ্যা ৫টা ৫ মিনিটে মাগরিবের নামাজ আদায়কালে এক নিরাপত্তা কর্মী তাকে মারধর করেন এবং হুমকি দেন।

অভিযোগ অনুযায়ী- নিরাপত্তা কর্মী তাকে বলেন, ‘তোমার এবং তোমার বাবার মাথা মাড়িয়ে দেব।’ পাশাপাশি ভবিষ্যতে কাজের সময় আর নামাজ না পড়ার হুমকিও দেন ওই নিরাপত্তা কর্মী।

ক্যাশিয়ারের অভিযোগের ভিত্তিতে পুলিশ নিরাপত্তা কর্মীকে আটক করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে তার অতীত অপরাধের রেকর্ড পর্যালোচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে (যদি তা পাওয়া যায়) এবং প্রত্যক্ষদর্শীদের বিবৃতি নেওয়া হচ্ছে।

ক্যাশিয়ার একটি সরকারি হাসপাতাল থেকে প্রাপ্ত চিকিৎসা প্রতিবেদন জমা দিয়েছেন, যেখানে তার আহত হওয়ার বিবরণ রয়েছে।

দেশটি রাজধানী ও সর্ববৃহৎ শহর কুয়েত সিটির শামিয়া এলাকার ওই ঘটনা স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত চালিয়ে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

উল্লেখ্য, আরবের উত্তরাঞ্চলীয় পারস্য উপসাগরের প্রান্তে কুয়েতের অবস্থান। ইরাক ও সৌদি আরবের সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে। কুয়েতের মোট জনসংখ্যা ৫০ লাখের কাছাকাছি।

কুয়েতে প্রথম তেলের খনি পওয়া যায় ১৯৩৮ সালে। দেশটিতে ১৯৪৬ থেকে ১৯৮২ সাল পর্যন্ত অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হয়।

অর্থনৈতিকভাবে কুয়েত অত্যন্ত শক্তিশালী। বিশ্বের ষষ্ঠ বৃহৎ তেলের মজুদ রয়েছে দেশটিতে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার মধ্যে কুয়েতি দিনার অন্যতম।

Related News