সহযোগী ও শুভাকাঙ্ক্ষীর জন্য যে দোয়া করবেন

আমল, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-23 18:49:47

সাহাবি হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে একজন ফেরেশতা তার জবাবে বলে আর তোমার জন্যও অনুরূপ।’ -সহিহ মুসলিম : ৬৮২০

মানুষ একে অন্যের কাছে নানা সময় দোয়া চেয়ে থাকে। ক্ষেত্রবিশেষ বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে একান্ত দোয়ার কথা বলেন অনেকে। এটা অনেকটাই স্বাভাবিক বিষয়।

ইসলাম মতে, অপরের জন্য দোয়া করার মধ্যে শুধু ওই ব্যক্তির জন্যই কল্যাণ নিহিত এমন নয়; বরং যে তার জন্য দোয়া করছেন তাকেও আল্লাহতায়ালা সে রকম দান করবেন। এক্ষেত্রে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। কেননা সে যখন অপরের জন্য দোয়া করবে তখন একজন ফেরেশতা তার জন্য দোয়া করবে। আর ফেরেশতার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বর্ণিত হাদিসে এটাই বলা হয়েছে।

অন্যদিকে মুসলমান হিসেবে জীবনের যেকোনো মুহূর্তে অন্যের সহযোগিতায় এগিয়ে আসা কর্তব্য। কেউ অন্যের মাধ্যমে উপকৃত হলে তার জন্য কল্যাণের দোয়া করা উচিত। হজরত রাসুলুল্লাহ (সা.) তার প্রিয় সহযোগী হজরত আনাস (রা.)-এর জন্য একটি দোয়া করেছিলেন। তা হলো-

اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ

উচ্চারণ : আল্লাহুম্মা আকসির মা-লাহু, ওয়া ওয়ালাদাহু, ওয়া বারিক লাহু ফি-মা আ‘ত্বাইতাহু।

অর্থ : ‘হে আল্লাহ, আপনি তার সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দিন এবং আপনি তাকে যা কিছু দান করেছেন, তাতে বরকত দান করুন।’

হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আনাস (রা.) তার মা উম্মে সুলাইম (রা.) থেকে বর্ণনা করেছেন, তিনি নবী কারিম (সা.)-কে বলেছেন, হে আল্লাহর রাসুল! আনাস তো আপনারই খাদেম। আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তখন হজরত রাসুলুল্লাহ (সা.) এই দোয়া করেন ...। -সহিহ বোখারি : ৬৩৩৪

Related News