২০ দিনের সফরে বাংলাদেশ আসছেন মুফতি সাইয়্যিদ ফয়সাল নাদীম শাহ। শনিবার (৪ জানুয়ারি) রাত পৌনে এগারোটায় তিনি পাকিস্তান থেকে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন বলে জানা গেছে।
মুফতি ফয়সাল নাদীম রাওয়ালপিন্ডির (পাকিস্তান) মারকাযু নাদীমুল কুরআন মাদরাসার পরিচালক এবং উপমহাদেশের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব, সুবক্তা ও পাকিস্তানের শীর্ষ আলেম সাইয়্যিদ আবদুল মজিদ নাদীম (রহ.)-এর সুযোগ্য সন্তান।
মুফাসসিরে কোরআন মাওলানা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীর আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফরে আসছেন। মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ (আলমনগর, হেমায়েতপুর, সাভার, ঢাকা) থেকে তার সফর তত্ত্বাবধান করা হবে। সফরের যাবতীয় বিষয়াদী দেখভাল করছেন মাওলানা ওয়ালী উল্লাহ আরমান ও মাওলানা সালেহ আহমদ আজম।
পাকিস্তানের এই আলেম বাংলাদেশ সফরে ৪ জানুয়ারি বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার, ৫ জানুয়ারি মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ, ১০ জানুয়ারি সাভার বলিয়ারপুরের যমযম নূর সিটি জামে মসজিদ, ১১ জানুয়ারি সিলেট জামেয়াতুল খাইর আল ইসলামি, ১২ জানুয়ারি গওহরডাঙ্গা মাদরাসার উলামা মজলিস ও যশোর দারুল আরকাম মাদ্রাসার বার্ষিক মাহফিল, ১৪ জানুয়ারি চট্টগ্রামের পটিয়া মাদরাসা, ২১ জানুয়ারি রংপুর জুম্মাপাড়া মাদরাসা ও ২২ জানুয়ারি উত্তরা ১৩ নং সোসাইটির আয়োজনে ওয়াজ মাহফিলসহ ঢাকা, রংপুর, সিলেট, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিল, খতমে বোখারি ও বার্ষিক ইসলামি মহা সম্মেলনে অংশ নেবেন।
মুফতি ফয়সাল নাদীম ইতোমধ্যে দ্বীনী সফরে জাপান, মরিশাস, ফ্রান্স, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা থেকে দুবাই হয়ে পাকিস্তান ফিরে যাবেন তিনি।
মুফতি ফয়সাল নাদীমের বাবা সাইয়্যিদ আবদুল মজিদ নাদীম (রহ.) অনেকবার বাংলাদেশ সফর করেছেন। তার হৃদয়ছোঁয়া বয়ানের স্মৃতি এখনও ধর্মপ্রাণ মানুষকে আন্দোলিত করে।