ইসলামী ব্যাংকের সঙ্গে সেন্ট্রাল শরিয়া বোর্ডের মতবিনিময়

ইসলামি খবর, ইসলাম

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-22 21:08:41

সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) ১১টায় ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সেন্ট্রাল শরিয়া বোর্ডের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমাদ, সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ, ইনচার্জ (প্রশাসন) ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলাম ও প্রিন্সিপাল অফিসার মুহা. আব্দুল্লাহ আল-ফারুক।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন- এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. মাসুদ রহমান, শরিয়া সুপারভাইজরি কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে এম মুনিরুল আলম আল-মামুন, ড. এম কামাল উদ্দীন জসীম, মো. মাকসুদুর রহমান, শরিয়া সেক্রেটারিয়েট উইংয়ের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শামসুদ্দোহা, সিএফও মোহাম্মদ আবদুর রহিম, কোম্পানি সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, শরিয়া সেক্রেটারিয়েট উইংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নূরুল কাবীর, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ড. সালেহ মতীন।

ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন- এএমডি মো. ওমর ফারুক খান। সভা পরিচালনা করেন প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ।

অনুষ্ঠানের শুরুতে প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সভার লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন এবং মতবিনিময় পর্বে মডারেটরের দায়িত্ব পালন করেন মুঃ ফরীদ উদ্দীন আহমাদ।

সভায় বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের বিভিন্ন সমস্যাবলি ও সমাধানের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Related News