ওমানে শবে মেরাজে সরকারি ছুটি ঘোষণা

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ওমানের জাতীয় মসজিদ, ছবি: সংগৃহীত

ওমানের জাতীয় মসজিদ, ছবি: সংগৃহীত

পবিত্র শবে মেরাজ উপলক্ষ্যে আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ওমানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি এবং বেসরকারি সব কর্মীরা ছুটির সুবিধা পাবেন।

ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান তাদের কর্মীদের এদিন কাজ করাতে চায়। তাহলে তাদের অবশ্যই আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ এদিন কোনো কোম্পানি কাজ করাতে চাইলে কর্মীদের বাড়তি অর্থ দিতে হবে।

বিজ্ঞাপন

অপরদিকে শবে মেরাজ উপলক্ষ্যে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে কুয়েত। তবে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি ও ইসলাম আবির্ভাবের স্থান সৌদি আরবে শবে মেরাজে কোনো ছুটি নেই।

শবে মেরাজের রাতে নবী মুহাম্মদ (সা.) অলৌকিক উপায়ে উর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

নবী কারিম (সা.) কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় হজরত জিবরাইল (আ.) ও হজরত মিকাইল (আ.)-এর সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি জান্নাত-জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন।

ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ (ফরজ) নির্ধারণ করা হয় এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়।

তবে মেরাজের ঘটনা রজবের ২৭ তারিখে হয়েছিল, একথা প্রমাণিত নয়। এই তারিখটি শুধু এমন একটি রেওয়ায়েতে পাওয়া যায়, যার সনদ সহিহ নয়। কোনো নির্ভরযোগ্য দলিল দ্বারা তা প্রমাণিত নয়।

মেরাজ কখন হয়েছিল সে সম্পর্কে নির্ভরযোগ্য সনদে শুধু এটুকু পাওয়া যায় যে, তা হিজরতের এক বা দেড় বছর আগে সংঘটিত হয়েছিল। কিন্তু কোন দিন, মাস বা তারিখে সংঘটিত হয়েছে এ ব্যাপারে নির্ভরযোগ্য সূত্রে কিছুই নেই। তাই এই তারিখকে মেরাজ রজনী হিসাবে ধরে নেওয়া যেমন ভুল তেমনি তা উদযাপন করাও ভুল। সাহাবা, তাবেয়িন, তাবে তাবেয়িন কেউ কখনও মেরাজ রজনী উদযাপন করেছেন এমন কোনো প্রমাণ নেই। এটি একটি কুসংস্কার ও বেদআত।