সাতক্ষীরায় শিশু নুসরত হত্যাকাণ্ডে জড়িত আসামি গ্রেফতার

, আইন-আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা | 2024-12-15 21:03:37

সাতক্ষীরা আশাশুনির কুল্যায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু নুসরত হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে একজনকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের জন্য আরও দু’জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জনি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার দেওয়া তথ্য মতে নিহতের কানের দুল উদ্ধার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় নুসরতের পিতা রবিউল ইসলাম রুবেল বাদী হয়ে ১৫ ডিসেম্বর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

প্রসঙ্গত, শনিবার দুপুরে কুল্যা ইউনিয়নের আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী নুসরত জাহানকে (৯) মাও. সোলায়মান আজিজীর পুকুরে মৃতাবস্থায় পাওয়া যায়। এসময় তার হাত-পা ও গলা কাপড় দিয়ে বাঁধা ছিল।

Related News