চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাজী মো. ইকবালকে (৬৩) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) ভোরে নগরীর বন্দর থানার ২ নম্বর সাইট মালুম বাড়ি জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি দক্ষিণ মধ্যম হালিশহরের মৃত আলী আকবরের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানান, হাজী মো. ইকবালকে বন্দর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বন্দর থানায় দু’টি ও ইপিজেড থানায় একটি মামলা রয়েছে।