সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

, আইন-আদালত

স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2025-01-07 16:03:52

মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সিমা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুজনের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে দুইটি মামলা দায়ের করা হয়েছে।

মাগুর-১ আসনের সাবেক এমপি মো: সাইফুজ্জামান শেখর সম্পর্কে এজাহারে বলা হয়েছে, সরকারের দায়িত্বশীল পদে থেকে আর্থিক লাভবনের জন্য অবৈধ উপায়ে তার সম্পদ ও ৭টি ব্যাংক একাউন্ডে মোট ১০ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩১৫টাকার অস্বাভাবিক লেনদেন রয়েছে।

এসকল অবৈধ সম্পদ আড়ার করার জন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা অনুসারে মানিল্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এছাড়া, মো: সাইফুজ্জামান শেখড়ের স্ত্রী সিমা রহমানের বিরুদ্ধে ১ কোটি ১৬ লাখ ১ হাজার ৩৩২ কোটি টাকা অবৈধভাবে ভোগদখলে রাখার জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।

Related News