‘দেশের সমৃদ্ধির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-10-12 18:57:42

দেশের সমৃদ্ধির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (১২ অক্টোবর) মানিকগঞ্জের সিংগাইরের সানাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বজনীন কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে পূজারীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় আজ এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এ সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজে বিশ্বাস করে। বর্তমান প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করেছে। যাতে দুষ্কৃতিকারীরা কোনরকম অঘটন ঘটাতে না পারে।

সবাইকে সামাজিক সম্প্রীতি গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার মাঝে শান্তি-সম্প্রীতি না থাকলে দেশের উন্নতি হতে পারে না।

পূজা উদযাপন কমিটির সভাপতি ডক্টর কমল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এবং পুলিশ সুপার মো. বশির আহমেদ বক্তৃতা করেন।

Related News