কটিয়াদীতে ঐক্যের বন্ধন, মহা ধুমধামে ১৪ প্রতিমা নিরঞ্জন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্ত ২৪.কম, কিশোরগঞ্জ | 2024-10-13 21:21:03

মুখে লাল রং মেখে দেবী দুর্গার বিদায়ী বার্তা নিয়ে এসেছে হাজারো হিন্দু সম্প্রদায়ের মানুষ। চোখে টলমল পানি৷ আর কিছুক্ষণের মধ্যেই প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গা পূজার উৎসব। চাররদিকে শত শত ঢাকের বাঁশির শব্দে গগনবিদারী আওয়াজ। সারিবদ্ধভাবে রাখা পৌর এলাকার ১৪টি প্রতিমা৷ সামনে নেচে-গেয়ে শেষ বিদায় দিতে অপেক্ষায় পূজারীরা৷

এই দৃশ্য কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌর এলাকায় সরকারি কলেজের খেলার মাঠে অস্থায়ী দশমী ঘাটের। সোমবার (১৩ অক্টোবর) সন্ধার পরই নিরঞ্জন দেওয়া হয়েছে।


এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে যুগের পর যুগ ধরে অম্লান ঐক্যের বন্ধন। পৌর এলাকার সবগুলো প্রতিমা একসাথে করে মহা ধুমধামে নিরঞ্জন দিয়ে আসছে তারা৷ এতে করে সামাজিক ঐক্যের বন্ধন দৃঢ় হচ্ছে৷

দর্শনার্থী দিপক সাহা বলেন, 'এখনো সমাজিক বন্ধন রয়েছে এখানে৷ একসাথে এতগুলো পূজা নিরঞ্জন আর কোথাও দেখা যায় না এখন আর৷ শত শত ঢাকের আওয়াজে আমাদের মনের মধ্যে অন্যরকম তৃপ্তি কাজ করে৷ সবাই আনন্দ করে নিরঞ্জন দিলাম৷'

অভিজিৎ বণিক নামে আরেক পূজারী বলেন, 'অসাধারণ দৃশ্য এখানে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সামাজিক সম্পর্ক। বিচ্ছিন্ন নিরঞ্জন না দিয়ে একসাথে সবাই আনন্দ করে দেওয়া হয়৷'

জেলায় সবচেয়ে আকর্ষণীয় পূজা হয় কটিয়াদী উপজেলায়৷ এখানে এবার মোট ৩৩টি পূজা মণ্ডপে পূজা হয়েছে। এর মধ্যে, পৌর এলাকাতে ১৪টি ও বাহিরের এলাকায় পূজা মণ্ডপ রয়েছে ১৯টি। অতীতের চেয়ে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করার কথা জানান পূজারী ও আয়োজকরা।

Related News