পুরান ঢাকায় পুলিশের ওপর হামলা, ওসি আহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পুরান ঢাকার কোতওয়ালি থানা

পুরান ঢাকার কোতওয়ালি থানা

রাজধানীর পুরান ঢাকার কোতওয়ালি থানার ইসলামপুর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করছে।

রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১২টার ৪৫ মিনিটে এ তথ্য  নিশ্চিত করেছেন কোতওয়ালি থানার ওসি মু. এনামুল হাসান।

বিজ্ঞাপন

তিনি মোবাইল ফোনে বার্তা২৪.কমকে বলেন, দুর্গাপূজার বিসর্জন শেষে ট্রাকে করে ফিরছিলেন প্রতিমা বিসর্জন দিতে আসা লোকজন। ফেরার পথে ইসলামপুর পাটুয়াটুলির মোড়ে কোনো একটি ভবনের ছাঁদ থেকে ইট মারা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি স্থানীয় এক ব্যবসায়ী সোমেন আমাকে ফোন করে জানায়। দ্রুত সময়ের মধ্যে আমি ও আমার থানার পরিদর্শক (তদন্ত)  ঘটনাস্থলে যাই। ট্রাকে থাকা লোকজন অভিযোগ করে ভবনের ছাদ থেকে ইট মারা হয়েছে। অভিযোগ পেয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা জানাই। এরই মধ্যে কিছু লোক আমাদের ওপর হামলা করে। এতে আমি আহত হই। আরও কয়েকজন দায়িত্বরত পুলিশ সদস্য আহত হয়েছে।

সর্বশেষ  অবস্থা সম্পর্কে  জানতে চাইলে ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করছে। আমি আহত হয়েছি চিকিৎসা নিতে হাসপাতালে যাচ্ছি।