ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আরিফকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমন তথ্য দেয়া হয়েছে।
পদোন্নতি দিয়ে তাকে তথ্য কমিশনে পদায়ন করা হয়েছে। এছাড়াও আরেক প্রজ্ঞাপনে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুজ্জামানকে ভূমি রেকর্ড ও জরিফ অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে। তাকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দেয়ে গ্রেড-১ মর্যাদা দেয়া হয়েছে।