রাজশাহীতে বাস চাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শালিকা যুথি খাতুন (১৪)। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। তাদের বাড়ি পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামে।

বিজ্ঞাপন

জানা যায়, আবু হানিফ ছিলেন একজন ব্যবসায়ী। তার স্ত্রী ফাতেমা রাজশাহী সরকারি মহিলা কলেজে অনার্স পড়তেন এবং যুথি পালোপাড়া স্কুলের নবম শ্রেণির ছাত্রী। কেনাকাটা শেষে রাজশাহী শহর থেকে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

পুঠিয়া হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসাইন জানান, দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবু হানিফ, ফাতেমা ও যুথি একই মোটরসাইকেলে রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। শিবপুর এলাকায় নাটোরের দিক থেকে আসা রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই আবু হানিফ ও যুথি মারা যান। ফাতেমাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৪টার দিকে তিনিও মারা যান।

এসআই ফিরোজ হোসাইন আরও জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্তে বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।