সংবাদ প্রকাশের পর অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ বিচ্ছিন্ন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী | 2024-10-15 16:00:03

নরসিংদীর পলাশে অবৈধ ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এই নিয়ে বার্তা২৪.কম -এ সংবাদ প্রকাশের পর কারখানাটি পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এসময় তিনি কারখানার সংযোগকৃত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন।

নরসিংদীর পলাশ উপজেলার ফুলবাড়িয়া এলাকায় অবৈধ ব্যাটারি কারখানা বন্ধে গতকাল রোববার সকালে পলাশ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে স্থানীয়রা। এই সংবাদ বার্তা২৪.কম -এ প্রকাশের পর সন্ধ্যায়ই পরিদর্শনে যান এই কর্মকর্তা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, ফুলবাড়িয়া এলাকায় একটি ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে স্থানীয়রা জড়ো হওয়ার খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ তারেক হোসেন চৌধুরীর নির্দেশনায় কারখানাটি পরিদর্শন করা হয়। পরিদর্শনে গিয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ এইচ এম ফখরুল হোসাইন এর পরামর্শে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

এ এইচ এম ফখরুল হোসাইন জানান, পলাশের চরসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অবৈধ ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে জেলা প্রশাসন বরাবর আবেদন জানালে জেলা প্রশাসকের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে কারখানার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়।

স্থানীয়দের অভিযোগ, ৭/৮ বছর ধরে পলাশের ফুলবাড়িয়া গ্রামে চায়নার কিছু লোক একটি টেক্সটাইল মিল ভাড়া নিয়ে স্থানীয় কিছু প্রভাবশালীদের হাতকরে অবৈধভাবে ব্যাটারি কারখানা পরিচালনা করছেন। এর ফলে তিনটি গ্রামের প্রায় তিন হাজার বিঘা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।

তারা আরও জানান, ব্যাটারি তৈরির অবশিষ্ট ক্যামিক্যাল বর্জ্য পাশের জমির পানিতে ফেলে দেয়। ফলে পানিতে মিশে সমস্ত কৃষিজমি নষ্ট হয়ে যাচ্ছে। কারখানার বর্জ্যে জমির মাটি কালচে হয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে গেছে। শুধু তাই নয়, নলকূপের পানি পানের অনুপযোগী হয়ে যাচ্ছে। এছাড়া কারখানার উচ্ছিষ্ট বর্জ্য বাতাসে ছেড়ে দেওয়ার ফলে শরীরে বিভিন্ন রোগ জীবাণুর মাধ্যমে আশপাশের মানুষ আক্রান্ত হচ্ছে। এই কারখানা বন্ধের জন্য বিভিন্ন দফতরে আবেদন দিয়ে আন্দোলন করায় বিগত আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলা দিয়ে হয়রানি করেছে। আর এখন স্থানীয় প্রভাবশালীরা নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

Related News