ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক ২

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক ২

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এক ভারতীয় ও এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, ভারতীয় জেলা-উত্তর চব্বিশ পরগনা হাতিয়ারা থানার মৃত বক্তার আলীর ছেলে মো. মিজান আলী (৩৪) এবং বাংলাদেশি নাগরিক সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শেখ আব্দুস সামাদের ছেলে শেখ আলিমুর রহমান (৩০)।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের লক্ষিদাড়ী নামক দিয়ে ভারতীয়/বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমন করবে। উক্ত সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির সুবেদার মো. আফজার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে তাদের আটক করে।

আটককৃত ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।