ইয়াবা পাচারের অপরাধে যুবকের যাবজ্জীবন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান | 2024-10-16 01:33:20

বান্দরবানে ইয়াবা পাচারের অভিযোগে মাদক মামলায় ম্যাংক্রাট মুরুং (৪৮) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দীন এ আদেশ দেন। আসামি ম্যাংক্রাট মুরং আলীকদম উপজেলার বড়বেতি পাড়ার বাসিন্দা।

রায়ের বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইকবাল করিম বলেন, অবৈধ মাদকদ্রব্যসহ আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছিল। তবে জামিনে মুক্ত হয়ে আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি রাতে মিয়ানমার থেকে দুই হাজার ১৫ পিস ইয়াবা বাংলাদেশে নিয়ে আসেন ম্যাংক্রাট মুরং। এ সময় কুরুকপাতা ইউনিয়নের মেনদং পাড়া চেক পোস্টের কাছাকাছি এলাকায় সেনাবাহিনী ও আনসার সদস্যরা তাকে আটক করেন। তল্লাশি চলাকালে ইয়াবা ছাড়াও তার কাছ থেকে নগদ ১ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। পরে তাকে আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে মাদক পাচারের অভিযোগে মামলা দায়ের হয়।

Related News