নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় গণকমিটির সমাবেশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা
  • |
  • Font increase
  • Font Decrease

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় গণকমিটির সমাবেশ

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় গণকমিটির সমাবেশ

চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং পৌরসভার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিতে মাগুরায় সমাবেশ করেছে গণকমিটি।

বিজ্ঞাপন

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণকমিটির সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু, গণকমিটি যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সদস্য মশিউর রহমান, বাসারুল হায়দার বাচ্চু, সামছুন নাহার জোছনা প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চাল, ডাল, তেল, ডিমসহ নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। সাধারণ মানুষ আর্তনাদ করছে। সবজির বাজারেও আগুন। তাহলে মানুষ কী খাবে? অবিলম্বে বাজার সিন্ডিকেট ভাঙতে হবে, নিত্যপণ্যের দাম কমাতে হবে। 

সমাবেশ থেকে অবিলম্বে সিন্ডিকেটের দৌরাত্ম্য ভেঙে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, মজুতদার ও মূল্যবৃদ্ধির জন্য দায়ীদের শাস্তি এবং নিম্নবিত্তদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান হয়।