পিএসসিতে আরও ৫ সদস্য নিয়োগ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-10-31 19:27:19

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও ৫ জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

নিয়োগ পাওয়া ৫ জন সদস্য হলেন- ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, এ এস এম গোলাম হাফিজ, মো. জহিরুল ইসলাম, ড. চৌধুরী সায়মা ফেরদৌস ও ড. এম সোহেল রহমান।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি তাদেরকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা তার ৬৫ (পঁয়ষট্টি) বছর বয়স পূর্ণ হওয়া (যা আগে ঘটে) পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

এর আগে গত ৯ অক্টোবর পিএসসির চেয়ারম্যান হিসেবে মোবাশ্বের মোনেমসহ চার সদস্য নিয়োগ দেয় সরকার। আগে নিয়োগপ্রাপ্ত সদস্যরা হলেন- মো. নাজমুল আমিন মজুমদার. মো. সুজায়েত উল্লাহ, মো. আমিনুল ইসলাম ও নুরুল কাদির।

৮ অক্টোর আগের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ সদস্য পদত্যাগপত্র জমা দেন। এরপরই পিএসসির নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ কার্যক্রম শুরু করে সরকার।

Related News