মানিকগঞ্জে হাসপাতালে ঢুকে দুই কর্মকর্তাকে মারধর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

মানিকগঞ্জে হাসপাতালে ঢুকে দুই কর্মকর্তাকে মারধর

মানিকগঞ্জে হাসপাতালে ঢুকে দুই কর্মকর্তাকে মারধর

মানিকগঞ্জ ডায়াবেটিকস হাসপাতালের ভেতরে ঢুকে প্রশাসনিক কর্মকর্তা নাজমিন আক্তার ও হাসপাতালের সমাজ কল্যাণ অফিসার নিতাই কুমারকে মারধর করেছে একদল মুখোশধারী দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার হিজুলী এলাকার ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিকস হাসপাতালে এ ঘটনাটি ঘটে।

আহত নাজমিন আক্তার বলেন, দুপুরের দিকে হাসপাতালের নিজ কক্ষে বসে আমি স্টাফদের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় ৩০ থেকে ৪০ জন লোক (মাস্ক পরা) এসে আমাকে কিল ঘুষি ও রড দিয়ে মারতে মারতে টেনে হাসপাতালের নিচে নিয়ে আসে। পরে পুলিশ, আর্মিরা আমাকে উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

বিজ্ঞাপন

নিতাই কুমার বলেন, আমি রুমে বসে অফিসিয়াল কাজ করতেছিলাম। এসময় মুখোশ পড়া এক দল যুবক আমাকে আওয়ামীলীগের দালাল বলে কিলঘুষি মারতে থাকে। আমি কোনরকমে জিবন নিয়ে অফিস থেকে বের হতে পেরেছি।

তিন আরও বলেন, দূর্বৃত্তরা মুখোশ পরিহিত থাকায় কাউকে চিনতে পারিনি।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। ভুক্তভোগীদের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে হাসপাতালের বর্তমান ব্যবস্থাপনা ও পূর্বের কমিটির সঙ্গে অভ্যন্তরীন দ্বন্দ্বের করণে এই ঘটনাটি ঘটতে পারে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ডায়াবেটিকস হাসপাতালের সভাপতি ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, বিষটি জানার সঙ্গে সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনীর টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও হাসপাতাল এলাকায় পুলিশ ও সেনা টহল বাড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।