সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহারের দাবিতে ভোলার মনপুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) বিকালে মনপুরা উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এই কর্মসূচির পালন করে।
মনপুরা উপজেলা বিএনপির সভাপতি সামছুদ্দিন বাচ্চু চৌধুরী এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরফ্যাশন-মনপুরার উপজেলার সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।
প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আলম বলেন, জুলাই-আগস্টের আমাদের ছাত্র যুবকরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেসব ছাত্ররা ও সাধারন জনগন আন্দোলন অংশ নিয়েছে তাদের শেখ হাসিনার সরকার পুলিশের পেটুয়া বাহিনী দিয়ে পাখির মতো গুলি করে নির্মম ভাবে হত্যা করেছে। এমনকি এদেশের আলম সমাজ থেকে শুরু সেনাবাহিনীর সদস্যদের নির্মম ভাবে হত্যা করেছে শেখ হাসিনা। তাদের ধিক্কার জানাই।
আওয়ামী লীগ সম্পর্কে বলেন, আওয়ামী উন্নয়নের নামে লুটপাট করায় জনরোষের ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আওয়ামীলীগের রাজনীতি করার নৈতিক অধিকার তারা হারিয়েছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী হিসেবে দেশের রাজনীতিতে অবদান রাখছেন তারেক রহমান। তিনি ক্ষমতা ও দেশের বাইরে থেকেও আওয়ামী লীগ সরকারের শাসন নির্যাতনের মধ্যেও গত ১৫ বছরে বাংলাদেশের সকল দুর্যোগে মানুষের পাশে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। যারা আন্দোলনে চোখ, হাত, পা হারিয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন। দেশ নতুন করে স্বাধীন হয়েছে। কিন্তু এখনো তারেক রহমানকে মিথ্যা মামলার কারনে আমরা পাশে পাইনি। তার সমস্ত মামলা দ্রুত প্রত্যাহার করে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে বলে জানান।
এছাড়াও তিনি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ সকল উপদেষ্টাদের নিকট ভোটের পরিবেশ তৈরি করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানান।
এছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সিএমএইচ হসপিটালের প্রাক্তন চীফ সার্জন বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মোঃ আব্দুল মতিন, ঢাকা সিএমএইচ হসপিটালের নিউরোলজী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মোঃ হুমায়ুন কবির, বিশিষ্ট শিল্পপতি বিএসএল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জনাব মোঃ শাহেদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট জনাব মোঃ আব্দুল ছাত্তার বাবুল ও বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মোঃ ইউসুফ।
এছাড়াও স্থানীয় নের্তৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুবায়ের হাসান রাজিবচৌধুরী ও প্রফেসর মোঃ মোরশেদ প্রমূখ