রেললাইনে লরি, লাল পতাকা উড়িয়ে ট্রেন থামালেন গেটম্যান

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

লাল পতাকা উড়িয়ে ট্রেন থামালেন গেটম্যান আমিন, ছবি: সংগৃহীত

লাল পতাকা উড়িয়ে ট্রেন থামালেন গেটম্যান আমিন, ছবি: সংগৃহীত

রেলওয়ের লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে যায় ইট বোঝাই লরি। এসময় ট্রেন আসতে দেখে সবাই আতঙ্কে ছুটাছুটি শুরু করেন। কিন্তু ব্যতিক্রম রেলওয়ের গেটম্যান আমির হোসেন।

তিনি লাল পতাকা উড়িয়ে রেললাইনের পাশ দিয়ে ছুটতে শুরু করেন ট্রেন থামানোর জন্য। দূর থেকে এমন দৃশ্য দেখে ট্রেন চালক লেভেল ক্রসিংয়ের কাছাকাছি এসে ট্রেন থামান। গেটম্যানের সাহসিকতায় বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

বিজ্ঞাপন

শনিবার (২ নভেম্বর) বিকেলে এমন ঘটনা ঘটে জামালপুর-চট্টগ্রাম রেলপথে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন লেভেল ক্রসিং এলাকায়।

জানা গেছে, শনিবার বিকেলে গৌরীপুর পৌর শহরের গাঁওগৌরীপুর এলাকার একটি ইটভাটা থেকে লরিতে ইট বোঝাই করে ময়মনসিংহ যাচ্ছিলেন চালক তাইজুল ইসলাম সাইমন। পথিমধ্যে লরিটি গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন (জামালপুর-চট্টগ্রাম রেলপথ) লেভেল ক্রসিং অতিক্রম করার সময় ইঞ্জিন পৃথক হয়ে রেললাইনে আটকে পরে। এমন সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস রেলওয়ের আউটার সিগন্যাল এলাকায় প্রবেশ করলে লেভেল ক্রসিংয়ের গেটম্যান আমির হোসেন দুর্ঘটনা এড়াতে লাল পতাকা নিয়ে রেললাইনের পাশ দিয়ে ছুটতে থাকে ট্রেন থামানোর জন্য। বিষয়টি ট্রেনচালকের নজরে আসলে তিনি লেভেল ক্রসিংয়ের কাছাকাছি এসে ট্রেন থামান।

বিজ্ঞাপন

গেটম্যান মো. আমির হোসেন বলেন, ট্রেন আসার পূর্বমুহূর্তে রেলগেটের ওপরে ইট বোঝাই লরি ট্রাক পড়ে। এ সময় ট্রেন আসতে থাকায় দৌড়ে লাল নিশান উড়িয়ে ট্রেনটিকে থামাতে সক্ষম হই।

উপজেলা সাবরেজিস্ট্রি জামে মসজিদের খতিব মুফতি মো. জিনাদ হোসেন বলেন, গেটম্যানের সাহসিকতায় ট্রেন ও যাত্রীরা বড় ধরণের একটা দুর্ঘটনা থেকে রক্ষা পেল।

পৌর শহরের পশ্চিমপাড়া মহল্লার কৃষক দল নেতা রফিক উদ্দিন চৌধুরী বলেন, আমরা দেখলাম ট্রাকটি রেললাইনের ওপরে, চারদিকে চিৎকার করছে। গেটম্যান লাল রঙের একটি বিশাল পতাকা নিয়ে ট্রেন যে দিকে আসছে সেই দিকে ছুটছেন। মনে হয় যেন সিনেমার দৃশ্য।

লরি চালক তাইজুল ইসলাম সাইমন বলেন, গাঁওগৌরীপুর ইটভাটা থেকে ইট নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলাম। রেলক্রসিং অতিক্রমের সময় লরির ইঞ্জিন বডি থেকে পৃথক হয়ে যায়। পরে লালনিশান উড়িয়ে গেটম্যান ট্রেন থামান। পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রাক সরিয়ে আনা হয়।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম জানান, ১৭টি কোচ নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে জামালপুরগামী আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস গৌরীপুর জংশনে আসছিল। এমন সময় রেলগেটে লরি আটকে গেলে গেটম্যান বিষয়ে আমাদের জানানোর পর কন্ট্রোলকে অবহিত করি। গেটম্যান লাল নিশান উড়িয়ে ট্রেনটি থামাতে সক্ষম হয়। ট্রেনটি প্রায় ২০ মিনিট আটকে ছিলো। গৌরীপুর জংশনে ৪টা ১০ মিনিটের স্থলে ৪টা ৩০ মিনিটে প্রবেশ করে। জামালপুরের উদ্দেশ্যে ৪টা ৫০ মিনিটে ছেড়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।