টাঙ্গাইলের বাসাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউসকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে তার নিজবাড়ি বাসাইল দক্ষিণপাড়া এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত হাজী মতিয়ার রহমান গাউস বাসাইল দক্ষিণপাড়া এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে।
জানা গেছে, নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে সেনাবাহিনীর একটি টিম বাসাইল দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় হাজী মতিয়ার রহমান গাউসের বাড়ি ঘেরাও করে সেনাবাহিনী। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাত ১০টার দিকে বাসাইল থানায় হস্তান্তর করা হয়।
বাসাইল সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শেখ ইসতিয়াক উদ্দিন বলেন, ‘নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা থাকার কারণে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। তাই এসব ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, অযথা নানা ইস্যু তৈরি করা হচ্ছে। এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। যেটা কোনো ইস্যুই নয়, সে ইস্যু সামনে এনে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে জাতীয় পার্টি ইস্যুতে।
শনিবার (২ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে প্রয়াত সাবিহউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগদান শেষে বের হয়ে যাওয়ার সময় তিনি এসব কথা বলেন।
এর আগে প্রয়াত সাবিহ উদ্দিন আহমেদে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, একজন দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শের মানুষ হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সচিব ও রাষ্ট্রদূত প্রয়াত সাবিহউদ্দিন আহমেদ দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা স্মরণে থাকবেন।
তিনি বলেন, জনগণের জন্য, দেশের গণতন্ত্রের জন্য সারাজীবন কাজ করেছেন সাবিহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, ক্রীড়া অন্তপ্রাণ মানুষ সাবিহ উদ্দিন আহমেদ ছিলেন অফুরান প্রাণশক্তিসম্পন্ন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যেতে পারলে খুশি হতে তিনি।
স্মরণসভায় অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ দীর্ঘদিনের সহকর্মী, শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুরে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
রংপুর নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে অংশ নিয়ে দলটির শত শত নেতাকর্মীরা লাঠি-সোঁঠা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুবসংহতির সভাপতি নাজিমুজ্জামান নাজিম, সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান রহমান মোস্তফা।
সভায় জাপার কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এটি ঢাকা নয়, রংপুর। এখানে গুন্ডাপান্ডা হায়ার করে কোন লাভ হবে না। এক মিনিটও টিকতে পারবেন না। গণঅধিকার পরিষদের নেতা নুরুর দলকে আমরা হিসাব করি না। নুরুকে পেছন থেকে উসকানি দিয়ে এবং গুন্ডাপান্ডা হায়ার করে ঢাকার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এই ঘটনার মধ্য দিয়ে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার ওপর কুঠারাঘাত করা হয়েছে। ঢাকায় যে তাণ্ডব চালানো হয়েছে তার জবাব দেশের জনগণ একদিন দেবে। এ জন্য প্রস্তুত থাকুন।
সভায় অন্যান্য নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, রংপুরে জাতীয় পার্টি ২৪ ঘণ্টা দলীয় কার্যালয়ে অবস্থান করবে। আমরা এরশাদের সৈনিক, এসব হুমকি-ধামকি দেখিয়ে পার পাওয়া যাবে না।
উল্লেখ্য, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সারা দেশে গণঅধিকার পরিষদের সমাবেশের কর্মসূচি ঘোষণা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে গণঅধিকার পরিষদ ওই কর্মসূচি ঘোষণা দিলেও তাদের কোনও নেতাকর্মীকে রংপুর নগরীতে দেখা যায়নি।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবকে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে সহযোগিতা দেওয়ার জন্য কেন্দ্র থেকে স্থানীয় বিএনপিকে চিঠি দিয়েছে। এতে সরব হয়ে উঠেছে জেএসডি নেতাকর্মীরা। এরপরই কমলনগর ও রামগতি উপজেলায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে দীর্ঘদিন পর পালন করা হয়েছে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী।
জানা যায়, ২২ অক্টোবর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিকে কেন্দ্র করে ভেস্তে যেতে বসেছে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের স্বপ্ন। বিএনপি ও জেএসডির কয়েকজন শীর্ষ নেতাসহ বিভিন্ন জনের সঙ্গে কথা বললে বিষয়টি প্রকাশ পায়।
লক্ষ্মীপুর বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। ২০০১ ও ২০০৮ সালে টানা দুই বার বিএনপি নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান সংসদ সদস্য নির্বাচিত হন। তার হাত ধরেই ২০০৬ সালে বৃহত্তর রামগতি উপজেলাকে ভাগ করে কমলনগরকে নতুন উপজেলা করা হয়। নিজান কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের রামদয়াল এলাকার বাসিন্দা। ২০১৪ সালের বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে আ স ম রব ভোট করেন। তখন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের রাতের ভোটে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালে বিএনপি নেতা নিজানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আ স ম রবের ভরাডুবি হয়। রব রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের বাসিন্দা।
জেলা বিএনপিকে দেওয়া অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সংসদীয় এলাকায় জনসংযোগ ও তার দলের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংসদীয় এলাকার থানা, উপজেলা বা পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে বিষয়টি অবহিত করতে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করতে অনুরোধ করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কমলনগর ও রামগতি উপজেলার কয়েকজন ব্যবসায়ী জানায়, রব সাহেব রামগতি-কমলনগরের গর্ব। তিনি এখান থেকে এমপি হয়েছেন, মন্ত্রীও ছিলেন। রামগতিতে জমিদারহাট বাজারের অদূরে তিনি একটি স্টেডিয়াম ও একটি বাসটার্মিনাল নির্মাণের জন্য নামফলক উন্মোচন করেছেন। কিন্তু তা ফলকেই সীমাবদ্ধ থেকে গেছে। দীর্ঘদিন আওয়ামী লীগের নেতারা ওই জমি দখলে নিয়ে অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়েছেন। এখন রব সাহেবের বয়স হয়েছে। তিনি এলাকাতেও তেমন আসেন না। তার দলীয় নেতাকর্মী কিংবা সমর্থন খুবই কম এলাকায়।
তারা আরও জানায়, আসনটি বিএনপি অধ্যুষিত। এতে নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীই জয়ী হবেন। সেক্ষেত্রে রব সাহেব ধানের শীষ পেলে নির্বাচিত হবেন। তা না হলে হবেন না। এছাড়া বিএনপি নেতা নিজান কর্মঠ মানুষ। এলাকায় তার যোগাযোগ বেশি। মানুষের সঙ্গে মিশে যেতে পারেন। দল থেকে মনোনয়ন পেলে তিনি অনায়াশে নির্বাচিত হয়ে যাবেন। তিনি ব্যাপক জনপ্রিয়। তবে এখন ভয় হচ্ছে দলের সমর্থন নিয়ে।
রামগতি উপজেলা বিএনপির আহবায়ক জামাল উদ্দিন বলেন, এলাকায় জেএসডির স্বল্প সংখ্যক নেতাকর্মী রয়েছে। তাদেরকে যেন কেউ হয়রানি না করে সেজন্য দল থেকে সহযোগিতা করার জন্য বলেছে। কিন্তু তারা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে আলেকজান্ডার উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী বলেন, আ স ম রব এলাকায় এসে যেন হামলা বা হয়রানির শিকার না হন, এজন্য দল থেকে তাকে সহযোগিতার জন্য বলা হয়েছে।
জেএসডির কমলনগর উপজেলা কমিটির সভাপতি আবদুল মোতালেব বলেন, বিএনপি কেন চিঠি দিয়েছেন, তা তারা জানেন না। এ নিয়ে আমার কোন বক্তব্য নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতারাই বলতে পারবেন আ স ম আবদুর রবসহ ৬ জন জাতীয় নেতার জন্য কেন চিঠি দিয়েছেন। তারা কেন এ চয়েস করেছেন তারাই জানেন। স্থানীয় বিএনপি নেতারা ঘটনাটি বিতর্কিত করার জন্য বিভিন্ন কথা বলছে। তাদের ৩১ দফার সঙ্গে আমাদের ১০ দফার মিল রয়েছে। গত ১৭ বছর আ স ম আবদুর রব আন্দোলন করেছেন। তিনি স্বাধীন দেশের প্রথম পতাকা উত্তোলক। তিনি জাতীয় বীর। তার সঙ্গে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে তিনি চিন্তা করেন না। নির্বাচিত হওয়ার জন্য তিনি রাজনীতি করেন না। তিনি রাজনীতির জন্য রাজনীতি করেন।
লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, জেএসডির নেতাকর্মী কম। তারা আমাদের সঙ্গে সরকার বিরোধী আন্দোলনে কাজ করেছেন। এতে আ স ম আবদুর রব যেন এলাকায় গেলে কারো ধারা ক্ষতি বা হয়রানির সম্মুখীন না হয়, এজন্য দল থেকে তাকে সহযোগিতা করতে বলা হয়েছে। আমরা তাদেরকে সহযোগিতা করবো। আমাদের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীও সেভাবেই বিষয়টি উপস্থাপন করেছেন।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান বলেন, রব সাহেব দীর্ঘদিন বিএনপির সঙ্গে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি এলাকায় আসলে কিংবা তার দলের নেতাকর্মীরা যেন অসম্মানিত না হন এজন্য কেন্দ্র থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। এখানে নির্বাচনের কোন বিষয় নেই।