পুকুরে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

পুকুরে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল

পুকুরে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল

পটুয়াখালীর কুয়াকাটায় একটি পুকুরে ধরা পড়েছে ১০ কেজি ওজনের একটি কোরাল মাছ।

শনিবার (২ নভেম্বর) মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ধূলাসার গ্রামের বাসিন্দা সাইমুন ইসলামের পুকুরে মাছটি ধরা পড়ে। এই বিশাল আকৃতির কোরাল মাছটি দেখতে স্থানীয় জনতা ভিড় জমায়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা কাদের পহলান জানান, এত বড় কোরাল পুকুরে আগে কখনো দেখিনি।

স্থানীয় চাঁন মিয়া এই ঘটনায় কোরাল চাষে আগ্রহ প্রকাশ করে বলেন, কোরাল চাষে খরচ কম এবং লাভ বেশি।

বিজ্ঞাপন

পুকুরের মালিক সাইমুন মাছটি স্থানীয় বাজারে বিক্রির জন্য নিয়ে যান, তবে উপযুক্ত দাম না পেয়ে ফেসবুকে বিজ্ঞাপন দেন। এরপর আমতলীর ইয়াকুব ঘরামী ১২০০ টাকা কেজি দরে মোট ১২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, কোরাল মাছ দ্রুত বেড়ে ওঠা প্রজাতির মধ্যে একটি। সঠিক খাবার পেলে বছরে এটি প্রায় সাড়ে ৩ থেকে ৪ কেজি পর্যন্ত হতে পারে। এই মাছটি সম্ভবত ৩ থেকে ৪ বছর ধরে পুকুরে ছিল এবং পর্যাপ্ত খাবার পেয়েছিল, তাই এটি এত বড় আকার ধারণ করেছে।

উপকূলের চাষিরা যদি সঠিক পুষ্টির খাবার দিয়ে কোরাল চাষ করেন, তবে তারা ভালো ফল পাবেন, বলে জানান তিনি।