কুষ্টিয়ার দৌলতপুরে ৪ লাখ নকল বিড়ি জব্দ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2024-11-05 14:21:20

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড়ে অভিযান চালিয়ে চার লাখ নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এর কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এর কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। এসময় ভ্যান চালককে আটক করা হয়েছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে নকল আকিজ বিড়ি ও কমদামি অবৈধ বিড়ি উৎপাদন করে আসছে। উৎপাদিত এসব নকল বিড়ি দেশের বিভিন্ন জেলায় বিক্রির জন্য সরবরাহ করে থাকে চক্রটি।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এর এআরও লুৎফর রহমানের নেতৃত্বে কাস্টমসের একটি চৌকস টিম দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকার মেইন রোডে অভিযান চালায়।

এসময় তারা মালামাল বোঝাই একটি ভ্যানগাড়ি আটক করে। এ ভ্যান থেকে ১৩টি বস্তায় ভরা চার লাখ দশ হাজার শলাকার নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ভ্যানগাড়িসহ চালককে আটক করা হয়েছে।

আটক ভ্যানগাড়ি চালক জানান, এই বিড়িগুলো দৌলতপুর উপজেলার বৈরাগীর চর এলাকার হাবিল মোল্লার। তিনি প্রতিনিয়ত নকল বিড়ি তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন। অভিযান শেষে জব্দকৃত নকল আকিজ বিড়ি ও ভ্যানগাড়ি কাস্টমস হেফাজতে নেওয়া হয়েছে।

এআরও লুৎফর রহমান জানান, অভিযানে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া নকল আকিজ বিড়িসহ একটি ভ্যানগাড়ি ও চালককে আটক করা হয়েছে। তবে ভেড়ামারা কাস্টমস অফিসে পর্যাপ্ত জায়গা না থাকায় জব্দকৃত বিড়িগুলো কুষ্টিয়া বিভাগীয় কর্মকর্তার কার্যলয়ে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related News