কুষ্টিয়ায় টাস্কফোর্সের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে বিভিন্ন দোকানে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে টাস্কফোর্স। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুমারখালি উপজেলার পান্টি ও বাঁশগ্রাম বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

অভিযানে টাস্কফোর্স এক রেস্তোরাঁয় ফ্রিজে পঁচা-বাসি খাবার সংরক্ষণ ও মিষ্টির পাত্রে তেলাপোকা পাওয়ায় রেস্তোরাঁ মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় এক ফার্মেসি মালিককে ৮ হাজার, নামের আগে ডাক্তার লেখায় ও প্রেসক্রিপশন করায় এক পল্লী চিকিৎসককে ৫ হাজার এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক চাল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ফ্রিজে পচা-বাসি খাবার রাখা ও খাবারে তেলাপোকা থাকা, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, পল্লী চিকিৎসকের নামের আগে ডাক্তার লেখা ও প্রেসক্রিপশন করা এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোকে নজরদারি করা হচ্ছে। পরবর্তী সময়ে সেখানে অভিযান পরিচালনা করা হবে।

এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক ফারুক হোসেন, কুষ্টিয়া টাস্কফোর্সের ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ।

এদিকে, বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্কফোর্সের অভিযান দেখতে কয়েকশ’ উৎসুক জনতা ভিড় জমান। জরিমানা ও শাস্তির ভয়ে প্রায় শতাধিক অসাধু ব্যবসায়ী দোকানে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যান।