প্রশাসনিক পদ থেকে আওয়ামী দোসরদের অপসারণের দাবি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2024-11-05 15:50:50

প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে আওয়ামী লীগ সমর্থকদের অপসারণ না করলে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছে নাগরিক পার্লামেন্ট বাংলাদেশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এলাকায় এক মানববন্ধনে বক্তারা এমন মন্তব্য করেন।

তারা বলেন, এসব পদে সরকারের অনুগতরা থাকলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল উদ্যোগ ব্যর্থ হওয়ার ঝুঁকি বাড়ছে।

বক্তারা বলেন, ৫ আগস্টের ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকার পতন ঘটলেও এখনও প্রশাসনিক পদগুলোতে তাদের অনুগতরা বহাল তবিয়তে রয়েছেন, যা সরকারের ধারাবাহিক ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যর্থতার জন্য তারা আওয়ামী দোসরদের সিন্ডিকেটকেই দোষারোপ করেন।

বক্তারা আরও বলেন, গত ১৫ বছরে সরকার শিক্ষাক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। বর্তমান সরকারকে প্রশাসন থেকে আগের অনুগতদের সরিয়ে, শিক্ষাব্যবস্থার বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা লটারি পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চালুর দাবি জানান এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সেশনজটমুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এতে উপস্থিত ছিলেন, নাগরিক পার্লামেন্ট বাংলাদেশ রাজশাহীর সভাপতি মকবুল হোসেন, আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহামুদ নাসের, সদস্য সচিব ও বিশিষ্ট শিক্ষাবিদ মকবুল হোসেন, সদস্য রোকসানা বেগম টুকটুকি, হৃদয় হাসান, আইভীর রহমানসহ আরও অনেকে।

Related News