ঢাকায় হঠাৎ বৃষ্টি, থেমে যাবে রাতেই
সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই রাজধানী ঢাকায় শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। হঠাৎ বৃষ্টিতে বেশি দূর্ভোগে পড়েছে অফিস শেষ হওয়া মানুষগুলো।
মঙ্গলবার (০৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার পর থেকে বাতাসের পর শুরু হয় বৃষ্টিপাত।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, হঠাত এমন বৃষ্টিপাত দীর্ঘ হবেনা। ঘন্টাখানেক হয়ে থেমে যাবে।
শাহীনুল ইসলাম আরও বলেন, শুধু রাজধানী ঢাকা নয় ঢাকার বাইরে কয়েক জেলায় এমন বৃষ্টিপাত হচ্ছে। বাম্মণবাড়িয়া, ময়মনসিংহসহ বেশি কয়েকটি জেলায় বৃষ্টি পাতের খবর পাওয়া গিয়েছে।
এদিকে হঠাৎ এমন বৃষ্টিতে দূর্ভোগে পড়েছে অফিস শেষ করা নগরবাসী। বিশেষ করে বেসরকারি চাকরীজীবিরা, যারা অফিস শেষ করে বাসার উদ্দেশ্য বের হয়েছে তারা বেশি বিপাকে পড়েছেন।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামীকাল বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া, ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।