বগুড়ায় জমি নিয়ে বিরোধ, মারপিটে নিহত কৃষক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম,বগুড়া | 2024-11-05 18:41:28

বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের মারপিটে মুকুল হোসেন (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এঘটনায় উভয় পক্ষের সাত জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৪ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সকাল সাড়ে ৭ টার দিকে গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ি গ্রামে মারপিটের ঘটনা ঘটে। নিহত মুকুল হোসেন দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ি গ্রামের বাছেদ মিয়ার ছেলে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গড়েরবাড়ি গ্রামে মুকুল হোসেনের সাথে আট শতাংশ জমি নিয়ে একই গ্রামের আনোয়ারুল মাস্টারের বিরোধ চলে আসছিল।বিরোধপুর্ন জমিতে মঙ্গলবার সকালে মুকুল হোসেন দখল নিতে যায়।এসময় উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে মুকুল হোসেনসহ উভয় পক্ষের ৮ জন আহত হয়।আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে মুকুল হোসেন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওসমান গনি (৫০), মেঘা মন্ডল (৩২) সবুজ মন্ডল (৫৮) আবেদা বেগম (৫৫) মামুনুর রশিদ (৪৫) আয়ান আলী (২৮), সুমন ইসলাম (২৯)।

ওসি বলেন, এঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন মেঘা মন্ডল ও সবুজ মন্ডলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ প্রহরায় তাদের চিকিৎসা চলছে। মুকুল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

Related News