প্রভাবশালীদের অবৈধ কার্যকলাপে ভেঙে যাচ্ছে সড়ক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2024-11-06 00:35:36

কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামে সরকারি খালের মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রি করায় ক্ষতিগ্রস্ত হয়েছে যাতায়াতের প্রধান সড়কটি।

প্রায় ৩০০ ফুট দীর্ঘ এবং ১২ ফুট চওড়া এই সড়কটি প্রতিদিন হাজারো মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম। রজপাড়া, টিয়াখালী বাজার, ধানখালী ও চম্পাপুর এলাকার মানুষ এই সড়ক ব্যবহার করে যাতায়াত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সানী ও ফেরদৌস নামে দুই ব্যক্তি গত বছর খালের মধ্যে মাছ চাষের জন্য খালের মাটি কেটে নেন এবং তা ইটভাটায় বিক্রি করেন। সম্প্রতি মাছ শিকারের উদ্দেশ্যে মধ্যরাতে পানি সেচের কাজ শুরু করলে সড়কের একটি বড় অংশ খালের মধ্যে ধসে পড়ে। স্থানীয়রা এ সময় বাধা দিলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়া হয়।

বর্তমানে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে বড় ধরনের ফাটল ধরেছে, যা এলাকাবাসীর জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। সড়কের এ ভাঙনকে কেন্দ্র করে এলাকাবাসী দ্রুত সংস্কার কার্যক্রম ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে পটুয়াখালীর কলাপাড়ার এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদিকুর রহমান সাদিক জানিয়েছেন, সড়কটি দ্রুত সংস্কারের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সড়কটি সংস্কার করে জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করা হবে এবং প্রভাবশালীদের অবৈধ কার্যকলাপে আর কোনো সড়ক বা খাল ক্ষতিগ্রস্ত না হয়।

Related News