পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা/ছবি: সংগৃহীত

বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা/ছবি: সংগৃহীত

কুষ্টিয়া ও পাবনার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে যৌথ অভিযানে দুই লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।

কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম জানান, বুধবার (৫ নভেম্বর) দুপুরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে কুষ্টিয়া ও পাবনার উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। দন্ডিতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ঘাট এলাকার জিকু খান (৩২) এবং একই এলাকার শরিফুল ইসলাম (৬০)।

বিজ্ঞাপন

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুষ্টিয়ার মিরপুর তালবাড়িয়া ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করে আনলোড করার সময় দুই বাল্কহেড মালিককে ১ লাখ টাকা করে, দুই মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

দন্ডিতরা হলেন- মিরপুর তালবাড়িয়া ঘাট এলাকার জিকু খান (৩২) এবং একই এলাকার শরিফুল ইসলাম (৬০)।

বিজ্ঞাপন

কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম ও মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম ও পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন যৌথভাবে এ অভিযানের নেতৃত্ব দেন।

মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে পদ্মা নদীর চর-ভবানিপুর, সাঁড়াঘাট, পাকশী ও মিরপুর বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় মিরপুর উপজেলার পদ্মা নদীর পয়েন্টের তালবাড়িয়া ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করে আনলোড করার সময় মিরপুর তালবাড়িয়া ঘাট এলাকার জিকু খান এবং একই এলাকার শরিফুল ইসলামকে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই বাল্কহেড মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বালু মহলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে কথাও জানান তিনি।