বাজার তদারকিতে টাস্কফোর্সের অভিযান, ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2024-11-08 10:26:42

নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারিক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির অভিযানে ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। এসময় প্রতিষ্ঠানগুলো থেকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজবাড়ী বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয় বলে তিনি জানান।

অভিযানে নেতৃত্ব দেন জেলা টাস্কফোর্স কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করে সেনাবাহিনী।

জানা গেছে, রাজবাড়ী জেলা ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসানের নেতৃত্বে এবং বিশেষ টাস্কফোর্স কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দের অংশগ্রহণে রাজবাড়ী সদর উপজেলার বড় বাজার, পৌর সবজি ও মাছ বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই ও তদারকি করা হয়। একই সঙ্গে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, পলিথিন বর্জন এবং পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ৪ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫০০ টাকা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বড় বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকি অভিযানের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন অপরাধে যথাক্রমে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Related News