সিলেটের নিখোঁজ মুনতাহার সন্ধান দিলে টাকা-স্বর্ণের চেইন পুরস্কার
পাঁচ দিনেও খোঁজ মেলেনি সিলেটের কানাইঘাট থেকে নিখোঁজ হওয়া ৬ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিনের। মুনতাহা কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। মুনতাহাকে খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, নিখোঁজ শিশু মুনতাহার সন্ধান পেতে পরিবারের লোকজন সবার সহযোগিতা চাইলেও নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন বেশ কয়েকজন। তার মধ্যে স্বর্ণের চেইনসহ ১ লাখ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন সিলেট নগরীর মিরের ময়দানস্থ ফার্মিস গার্ডেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট'র কর্ণধার ফার্মিস আক্তার।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন- মুনতাহাকে যে খুঁজে দিতে পারবে তাকে ১ লক্ষ টাকা দেয়া হবে, সেই সাথে আমি Farmis Akther ফেইসবুকে সবার সামনে কথা দিচ্ছি, একটা গোল্ডের চেইন উপহার হিসেবে দিবো।
একইভাবে 'একজন বাংলাদেশ'র প্রতিষ্ঠাতা নাফিসা আনজুম খান ও আমির হামজা নামে দুজন পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তারা উভয়ই নিজদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন- যে মুনতাহা আক্তার জেরিনের সন্ধান দেবে তাকে ১০ হাজার টাকা ও ওই ব্যক্তির পরিবারের একজন লোককে কর্মসংস্থানের সুযোগ করে দেবেন।
মুনতাহার বাবা শামীম আহমদ বলেন, ‘গত রোববার (৩ নভেম্বর) সকালে মেয়ে ও তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে নিয়ে বাড়ি ফিরেন। পরবর্তীতে মেয়েটি প্রতিদিনের ন্যায় আশপাশের বাড়িতে শিশুদের সাথে খেলা করতে যায়। বিকেল ৩টার দিকে মেয়েকে খোঁজাখুঁজির পর কোথাও কোনো সন্ধান পাননি তারা। একপর্যায়ে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
টাকা ও স্বর্ণের চেইন পুরস্কারের ব্যাপারে সিলেট নগরীর মিরের ময়দানস্থ ফার্মিস গার্ডেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট'র কর্ণধার ও আমেরিকা প্রবাসী ফার্মিস আক্তার বার্তা২৪.কমকে বলেন, আমি যে ঘোষণা দিয়েছি সেটা সত্য। যদি কেউ শিশু মুনতাহাকে খোঁজে দিতে পারে আমি আমার পক্ষ থেকে ঘোষণা অনুযায়ী পুরস্কৃত করবো।
এব্যাপারে শুক্রবার সকালে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল আউয়াল বলেন, নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন স্থানে যাচ্ছেন । কিন্তু নির্ভরযোগ্য কিছু পাচ্ছি না। তিনি গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।