সাতক্ষীরায় দেড় কোটি টাকার সোনার বারসহ চোরাকারবারি আটক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা | 2024-11-14 19:29:04

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্তের ফলমোড় এলাকা থেকে ১ কোটি ৪০ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ১০ পিস সোনার বারসহ সুমন ইসলাম নামের এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, দুপুরে তাকে আটক করা হয়।

আটক সুমন ইসলাম (১৭) সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে।

লে. কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা দিয়ে সোনার একটি বড় চালান অবৈধভাবে প্রতিবেশী দেশ ভারতে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় স্থলবন্দর সীমান্তের ফলমোড় নামক স্থান থেকে সুমন ইসলাম নামক এক কিশোরকে সন্দেজনকভাবে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটে কালো স্কসটেপ পেঁচানো অবস্থায় ১০টি সোনার বার জব্দ করা হয়।

জব্দকৃত সোনার বারের ওজন ১ কেজি ২০৫ গ্রাম। যার বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ ৮৬ হাজার ৭৭ টাকা।

জব্দকৃত সোনা ট্রেজারি অফিসে জমা ও আসামিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Related News