মাউশি চট্টগ্রামের পরিচালক হলেন অধ্যাপক ফজলুল কাদের

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-11-14 21:21:55

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের নতুন পরিচালক হিসেবে প্রেষণে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. ফজলুল কাদের চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে অধ্যাপক ফজলুল কাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) এবং ইনসিটু ছিলেন চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজে।

এদিকে, একই প্রজ্ঞাপনে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহা: আসাদুজ্জামানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক পদে প্রেষণে পদায়ন করা হয়।

ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই দুই কর্মকর্তা আগামী ২০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

উল্লেখ্য, এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ। নিজ ছেলের ফলাফল জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৩ সেপ্টেম্বর নারায়ন চন্দ্র নাথকে ওএসডি করে শিক্ষা মন্ত্রণালয়। তারপর থেকে প্রায় দুই মাস ধরে শূন্য ছিল চট্টগ্রাম অঞ্চলের পরিচালকের পদ।

Related News