নীলফামারী-পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামল ১৫.৬ ডিগ্রিতে

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী ও পঞ্চগড় | 2024-11-17 10:31:43

উত্তরের জেলা নীলফামারীতে ধীরে ধীরে বাড়ছে শীতের ঠান্ডা পরশ। এর সঙ্গে ভোরে ঘন কুয়াশায় ঘাসের ডগায় জমা হচ্ছে শিশির বিন্দু। নিম্নমাত্রার তাপমাত্রা রেকর্ড বলে দিচ্ছে ঘনিয়ে আসছে শীত।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, রোববার (১৭ নভেম্বর) সকাল ৬টার দিকে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলেও বিঘ্ন ঘটেছে।

এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে গতকালকের তুলনায় তাপমাত্রা আরও কমেছে। আজ সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়। এর আগের দিন শনিবার সকালে ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। 

প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, গত কদিন ধরেই ভোরের দিকে নীলফামারী ও পঞ্চগড়ে হালকা কুয়াশা থাকছে, কিন্তু রোববার আকস্মিকভাবে ঘন কুয়াশায় পুরো জেলা আচ্ছাদিত হয়ে পড়ে। ভোরের সূর্য উঠলেও হালকা কুয়াশা ঝরা প্রকৃতি। সবুজ ঘাসের ডগায় টলমল করছে ভোরের শুভ্র শিশির। বৃষ্টির ফোটার মতো ঝরছে শিশির কণা। শিশির মাড়িয়ে কাজে যেতে দেখা যায় চাষিদের। শীত ঘিরে বাংলার ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে নবান্নের আয়োজন।

স্থানীয়রা জানান, ধীরে ধীরে বাড়ছে শীতের মাত্রা। সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হচ্ছে। মাঝরাতের পর ভোর পর্যন্ত গায়ে কাঁথা নিতে হচ্ছে। নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারী পর্যন্ত শীতের দাপট বেশি হয়ে থাকে।


এসময় অঞ্চলগুলোর কৃষকদের শীতের কাপড় পড়ে কাজে যেতে দেখা যায়। ঘন কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, গত কয়েকদিনের থেকে আজ শীত ও কুয়াশার পরিমাণ বেড়েছে। কুয়াশায় চারদিক ঢাকা পড়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে শুরু করবে। আগামী মাসে পুরোদমে শীতের আমেজ শুরু হবে।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত কয়েকদিন ধরে আগের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ রোববার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল শনিবার ১৭ দশমিক ০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল। সামনের দিকে যত যাবে তাপমাত্রা আরও কমতে শুরু করবে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে দেশজুড়ে শীতের আমেজ আরও বাড়বে। তবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীত আরও ঝেঁকে বসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Related News