গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে নারীসহ দগ্ধ ৪
গাজীপুরের কাশিমপুরের বগাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। পরে তাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়।
বিস্ফোরণে দগ্ধরা হলেন মো. তানজিল হোসেন (২২), মো. রাব্বি হাসান (২০), মো. শামসুল হক (৬৫) ও রোজিনা হক (৪৯)।
শনিবার (১৬ নভেম্বর) দিনগত ১১টার দিকে একটি আবাসিক কলোনিতে বসবাসরত সামসুল হকের কক্ষে রান্না করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে রান্না করার সময় হঠাৎ সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। পরে রোজিনা হক দগ্ধ হয়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিনজন দগ্ধ হয়। এসময় পাশের বাসার লোকজন ছুটে গিয়ে দ্রুত ওই চারজনকে উদ্ধার করে মধ্যরাতে হাসপাতালে পাঠান।
হাসপাতালের আবাসিক কর্মকর্তা জানান, চারজন দগ্ধ ব্যাক্তির মধ্যে তানজিলের ৩০ শতাংশ, রাব্বির ২৩ শতাংশ, শামসুলের ৫ শতাংশ ও রোজিনা ৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনকে ভর্তি করা হয়েছে ও দুজনকে জরুরি বিভাগে পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনায় দগ্ধ চারজনকে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।