আ. লীগ নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, উদ্ধারের দাবি ভুক্তভোগীর
নরসিংদী-২ (পলাশে) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও কামরুল আশরাফ খান পোটনের প্রভাবে দখল করা বাড়িসহ জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
রোববার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ভাগ্যেরপাড়ায় নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবারটি। এসময় উপস্থিত ছিলেন নুরুল হক ভূঁইয়ার ছেলে রনি ভূঁইয়া, ভাতিজা আল মদন ভুঁইয়া, প্রতিবেশী মিলন খান ও জয়নাল আবদীন।
এ সময় পরিবারের পক্ষ থেকে ভুক্তভোগী নুরুল হক ভুইয়া জানান, পলাশের সাবেক দুই এমপি দিলীপ ও পোটনের প্রভাব খাটিয়ে হারুনুর রশিদ নামক এক ব্যক্তি তাদের বাড়িটি দখল করে নেয়। একাধিকবার নুরুল হকের পক্ষে আদালতের রায় আসলেও বাড়িটি দখলে যেতে পারছিল না পরিবারটি। উপরন্তু বাড়ি ফিরে পেতে চাইলে তাদেরকে হত্যাসহ হামলা-মামলার হুমকি দেয়া হতো।
এবিষয়ে স্থানীয়রা জানান, আওয়ামী লীগের সাবেক দুই সাংসদের প্রভাবে হারুনুর রশিদ এলাকায় বেশ কিছু অপকর্ম করে আসছে। বিভিন্ন মানুষের জমি দখলসহ হামলার একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।