চুয়াডাঙ্গায় শীতের আমেজ, তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা | 2024-11-17 10:29:51

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় শুরু হয়েছে শীতের আমেজ। সন্ধ্যা থেকেই শীত অনুভূত হচ্ছে, যা রাতে আরও বাড়ছে। ঘন কুয়াশাও থাকছে রাত থেকে সকাল পর্যন্ত।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা মৌসুমের শুরুতে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

স্থানীয় আবহাওয়া অফিস বলছে, এখন থেকে প্রতিনিয়ত সামান্য করে তাপমাত্রা কমতে থাকবে।

এদিকে, শীত অনুভূত হওয়ায় সন্ধ্যার পর থেকে মোটা ও গরম কাপড় পরে মানুষ বাইরে বের হচ্ছেন। রাতে কম্বল ও লেপ ব্যবহার করতে হচ্ছে। আর সকালে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় বেশ শীত অনুভূত হচ্ছে।

চুয়াডাঙ্গা পৌর এলাকার রিকশাচালক আব্দুল মালেক জানান, আসরের পর থেকেই ঠান্ডা পড়তে শুরু করছে। গরম কাপড় না পরলে রিকশা চালানো যাচ্ছে না। আর রাতে তো শীতের কারণে রিকশচালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ নিচের দিকে নামছে। এ মৌসুমে আজ রোববার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এখন থেকে ধীরে ধীরে শীত জেঁকে বসবে বলেও জানান তিনি।

Related News