গণমাধ্যমকে বন্ধ করার তৎপরতা স্বাধীনতার ওপর হুমকি: টিআইবি

, জাতীয়

স্টাফ করসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-11-18 12:10:01

বিভিন্ন গণমাধ্যমের ওপর উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ, হামলা-মামলাসহ একাধিক গণমাধ্যমকে বন্ধ করার তৎপরতা স্বাধীনতার ওপর হুমকি বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ধানমন্ডি মাইডাস সেন্টারে ‘নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী ১০০ দিন’ এর ওপর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পর্যবেক্ষণে এই চিত্র ওঠে এসেছে।

টিআইবি তাদের গবেষণায় তুলে ধরে, সরকারের দোসর ও আন্দোলনের বিরোধিতা করার অভিযোগে ঢালাওভাবে ১৬৭ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া গণমাধ্যমের ওপর উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ ও হামলা-মামলাসহ কোন কোন গণমাধ্যম প্রতিষ্ঠানকে বন্ধ করার তৎপরতা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি মনে করে সংস্থাটি।

Related News