নারীদের অংশগ্রহণে রাজশাহীতে ব্যতিক্রমী ফটোগ্রাফি প্রদর্শনী

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, রাজশাহী | 2024-11-22 14:36:38

রাজশাহীতে প্রথমবারের মতো নারীদের জন্য আয়োজন করা হয়েছে একটি ব্যতিক্রমী ফটোগ্রাফি প্রদর্শনী। নারী উন্নয়ন বিষয়ক সংগঠন লিসেনিং ওয়ার্ডসের উদ্যোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী সকল আলোকচিত্রীই নারী, আর দর্শকরাও শুধুমাত্র নারী। সৃজনশীল কাজের প্রতি নারীদের আগ্রহ বাড়াতে এবং তাদের দক্ষতা তুলে ধরতে এমন আয়োজন দেশব্যাপী দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন আয়োজকরা।

শুক্রবার (২২ নভেম্বর) থেকে রাজশাহীর ভদ্রায় অবস্থিত ফোরসাইট স্কুল প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়েছে।

অনুষ্ঠিত এই এক্সিবিশনে প্রায় শতাধিক ছবি থেকে বাছাই করা অর্ধশতাধিক ছবি প্রদর্শিত হচ্ছে।

আয়োজকরা বলছেন, এই ধরনের উদ্যোগ নারীদের সৃজনশীল কাজে উৎসাহিত করবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াবে। এ প্রদর্শনীতে অংশ নেওয়া আলোকচিত্রীদের মধ্যে সেরা তিনজনকে সেরা আলোকচিত্রী এওয়ার্ড প্রদান করা হবে। আরও পাঁচজনকে বিশেষভাবে মনোনীত করা হবে।

আয়োজকরা জানান, নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে লিসেনিং ওয়ার্ডস। নারীদের সৃজনশীলতার বিকাশে তাদের এ উদ্যোগ আলোকচিত্র শিল্পে নতুন মাত্রা যোগ করবে।

দর্শক এবং অংশগ্রহণকারীরা এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলছেন, নারীদের এমন সৃজনশীল কাজের সুযোগ দেওয়া হলে তারা আরও বেশি আত্মনির্ভরশীল হয়ে উঠবেন। রাজশাহীতে এমন একটি আয়োজন নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রদর্শনীতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন আলোকচিত্রী নওরিন আনসারি। তার সাদা-কালো ছবি দেশের নানা জায়গায় প্রশংসা কুড়িয়েছে।

Related News