বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটি গঠন

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটি গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটি গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ সাকিব হুসাইন এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন জিয়া উদ্দিন মো. রুবেল। 

আহ্বায়ক সাকিব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং সদস্য সচিব রুবেল একই সেশনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। 

বিজ্ঞাপন

শুক্রবার (২২ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, কমিটিতে যুগ্ম আহ্বায়ক-১ হিসেবে মনোনীত হয়েছেন মনোহরগঞ্জ উপজেলার নাইমুর রহমান, যুগ্ম সদস্য সচিব-১ হিসেবে মনোনীত হয়েছেন দেবিদ্বার উপজেলার ইয়াছিন আরাফাত হিমু, মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন আরাফ ভূঁইয়া।

বিজ্ঞাপন

সংগঠক-১ হিসেবে মনোনীত হয়েছেন লাঙ্গলকোট উপজেলার বিল্লাল হোসেন, কমিটিতে মুখপাত্র হিসেবে আছেন আদর্শ সদর উপজেলার মো. জাহিদুল ইসলাম সরকার এবং সদস্য হিসেবে আছেন জাহিদুল ইসলামসহ আরও অনেকে। 

আহ্বায়ক সাকিব বলেন, 'যেহেতু এতদিন কোনো কমিটি ছিল না, আমরা আমাদের কাজ ঠিকঠাক করতে পারিনি। আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করার জন্য। তাছাড়া, আমাদের যে সাম্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন গড়তে পারি সেই চেষ্টা অব্যাহত থাকবে।'