ক্যান্সার রোগীকে জিম্মি করে অর্থ ছিনতাই, বেনাপোলে গ্রেফতার ২

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2024-11-22 19:19:24

ভারতগামী ক্যান্সার রোগীর স্বজনদের নিকট থেকে প্রতারণা করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) বিকালে বেনাপোল চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। 

আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়া গ্রামের দাউদ হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন সাগর (৩১) ও বড়আঁচড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বাবু হোসেন (৩০)। 

চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সহসভাপতি মশিয়ার রহমান জানান, এক শ্রেণির প্রতারক দীর্ঘদিন ধরে বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্টধারীদের পাসপোর্ট ফরম লেখার নামে জিম্মী করে অর্থ ছিনিয়ে আসছে। মাঝে মধ্যে তাদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হলেও বারবার ছাড়া পেয়ে আবারও প্রতারণার সঙ্গে জড়াচ্ছে। কোনভাবে তাদের প্রতিরোধ করা যাচ্ছে না। এদের মাধ্যমে প্রতিদিন বিভিন্ন পাসপোর্টধারীরা প্রতারণার শিকার হয়ে পথে বসছে। এদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সচেতন করতে হবে যাত্রীদের।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, চেকপোস্টে ভারতগামী পাসপোর্ট যাত্রী ক্যান্সার রোগীকে জিম্মী করে অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related News