শপথ নেওয়ায়া পরের দিন সকাল ১০টায় অফিস শুরু করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার আগারগাঁও নির্বাচন ভবনে প্রবেশ করে ৩য় তলায় তার কক্ষে চলে যান।
প্রধান নির্বাচন কমিশনার প্রবেশের কিছুক্ষণ পরেই অন্য নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচন ভবনে প্রবেশ করে তার কক্ষে চলে যায়।
এদিকে সকাল ১০টা ১০ মিনিটে প্রতিবেদন লেখা পর্যন্ত বাকি তিন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ নির্বাচনে প্রবেশ করতে দেখা যায়নি।
গতকাল নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পরে শপথ শেষে সরাসরি নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে।
মতবিনিময় কালে সিইসি বলেন, আমরা একতরফা গায়ের জোরের নির্বাচন চাইনা। কারণ এর আগে একতরফা নির্বাচন দেশের ১২টা বাজিয়েছে একটি সরকার।