কলাপাড়ায় রাখাইন পরিবারের গৃহ নির্মাণ ও শিক্ষাবৃত্তি প্রদান

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2024-11-30 06:23:42

কলাপাড়া উপজেলার নয়াপাড়া রাখাইন পল্লীতে পাঁচটি রাখাইন পরিবারের গৃহ নির্মাণ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ২৬ জন রাখাইন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও পাঁচ শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাখাইন নেতা এমং তালুকদার। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল আদিবাসী ফোরামের সভাপতি মংচোথিন তালুকদার এবং কারিতাস কর্মকর্তা রাখাইন মংমিয়া।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, রাখাইন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সহায়তা প্রদান করা হয়েছে। 

তিনি আরও জানান, রাখাইন জনগণের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে নয়াপাড়া এলাকায় দুইটি রাখাইন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ঘরে রাখাইনদের স্বকীয়তা বজায় রেখে তাঁতসহ তাদের ব্যবহৃত নানা উপকরণ রাখা হবে, যা পর্যটকদের আকর্ষণ করবে এবং কুয়াকাটায় ভ্রমণ বাড়াবে।

Related News