ফেনীতে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
ফেনীতে ফুটবল খেলা নিয়ে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় জহিরুল ইসলাম (৪০) নামে একজনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে সদর উপজেলার কালিদহ স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জহিরুল পেশায় একজন ব্যবসায়ী। তিনি কালিদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেনের ছেলে। এছাড়াও তিনি কালিদহ বাজারের মা হার্ডওয়্যার নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তার নাভির নিচে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালিদহ স্কুল মাঠে ফুটবল খেলার এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে রাতে একদল দুর্বৃত্ত কালিদহ বাজারে এসে ভাঙচুর শুরু করে। এ সময় তাদের বাধা দিলে ব্যবসায়ী জহিরুল ইসলামকে গুলি করে আহত করেন তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাজুল ইসলাম নামে আহতের চাচাতো ভাই বলেন, দু'দল কিশোর খেলা নিয়ে কালিদহ স্কুল মাঠে মারামারি করেন। এর জের ধরে তাদের কোনো একপক্ষের বড় ভাইরা এসে বাজারে হামলা শুরু করে। এতে জহির বাঁধা দিলে তার নাভির নিচে গুলি করেন তারা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. দাউদ বলেন, আহতের নাভির নিচের অংশে রক্তাক্ত ক্ষতের চিহ্ন দেখতে পেয়েছি। ক্ষত চিহ্নের আশপাশে নখের দাগ ও ছিল। আহত ব্যক্তির দাবি করেছেন তাকে গুলি করা হয়েছে। সেজন্য প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পেয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।